Dhaka ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মামলা হয়রানীর ভয়ে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ওমান প্রবাসী ॥ সংবাদ সম্মেলনে অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
  • / ১৫১৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ ছোট দুই ভাইয়ের হয়রানী ও মামলার ভয়ে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী সেলিম সিকদার।
বুধবার স্ত্রী নাজমা বেগম ও ভয় বছরের ছেলে সন্তান নুরুন্নবীকে নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা রিপোর্টাস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন। সেলিম সিকদার বলেন, পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ফরিদপুরের কোথাও আমার জন্য নিরাপদ নয় বলে আত্মগোপনে থেকে বাধ্য হয়ে বালিয়াকান্দিতে এসে সংবাদ সম্মেলন করছি।
সাংবাকিদদের প্রশ্নের জবাবে সেলিম সিকদার জানান, তারা তিন ভাই। ২০১৫ সালের ১৮ জানুয়ারি তারিখে তিনি ওমানে যান। সেখানে লেদের কাজ করতেন। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর ২০১৯ সালের ১৮ জানুয়ারি তারিখে তিনি দেশে ফেরেন। তিনি ওমানে থাকাবস্থায় তার বাবা বারিক সিকদার মারা যান। তার বাবার মৃত্যুও রহস্যজনক বলে দাবি করেন তিনি। তার বাবার নামে আট একর এবং মায়ের নামে ৮৭ শতাংশ জমি আছে। সেসব জমি এখনও ভাগবাটোয়রা হয়নি। তবে মায়ের জমি থেকে দুই শতাংশ তার নামে হেবা দলিলের মাধ্যমে তার মা তাকে লিখে দিয়েছে।
সেলিম সিকদার বলেন, আমি বিদেশ থেকে বাড়ি ফিরলে আমার দুই ভাই বাবার নামে থাকা জমি আমাকে লিখে দিতে বলে। আমি দিতে অস্বীকৃতি জানানোর পর দুই ভাই মাকে ভুল বুঝিয়ে ফরিদপুর আদালতে মাকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করায়। আমাকে ও আমার স্ত্রীকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। হয়রানী, হুমকি আর মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে আমি এখন পালিয়ে বেড়াচ্ছি। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই আমার সহোদর ছোট দুই ভাই এসব করছে। আমি হয়রানী ও যন্ত্রণা থেকে মুক্তি চাই।
সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলা ও বালিয়াকান্দি উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মামলা হয়রানীর ভয়ে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ওমান প্রবাসী ॥ সংবাদ সম্মেলনে অভিযোগ

প্রকাশের সময় : ০৯:০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০

জনতার আদালত অনলাইন ॥ ছোট দুই ভাইয়ের হয়রানী ও মামলার ভয়ে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী সেলিম সিকদার।
বুধবার স্ত্রী নাজমা বেগম ও ভয় বছরের ছেলে সন্তান নুরুন্নবীকে নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা রিপোর্টাস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন। সেলিম সিকদার বলেন, পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ফরিদপুরের কোথাও আমার জন্য নিরাপদ নয় বলে আত্মগোপনে থেকে বাধ্য হয়ে বালিয়াকান্দিতে এসে সংবাদ সম্মেলন করছি।
সাংবাকিদদের প্রশ্নের জবাবে সেলিম সিকদার জানান, তারা তিন ভাই। ২০১৫ সালের ১৮ জানুয়ারি তারিখে তিনি ওমানে যান। সেখানে লেদের কাজ করতেন। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর ২০১৯ সালের ১৮ জানুয়ারি তারিখে তিনি দেশে ফেরেন। তিনি ওমানে থাকাবস্থায় তার বাবা বারিক সিকদার মারা যান। তার বাবার মৃত্যুও রহস্যজনক বলে দাবি করেন তিনি। তার বাবার নামে আট একর এবং মায়ের নামে ৮৭ শতাংশ জমি আছে। সেসব জমি এখনও ভাগবাটোয়রা হয়নি। তবে মায়ের জমি থেকে দুই শতাংশ তার নামে হেবা দলিলের মাধ্যমে তার মা তাকে লিখে দিয়েছে।
সেলিম সিকদার বলেন, আমি বিদেশ থেকে বাড়ি ফিরলে আমার দুই ভাই বাবার নামে থাকা জমি আমাকে লিখে দিতে বলে। আমি দিতে অস্বীকৃতি জানানোর পর দুই ভাই মাকে ভুল বুঝিয়ে ফরিদপুর আদালতে মাকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করায়। আমাকে ও আমার স্ত্রীকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। হয়রানী, হুমকি আর মিথ্যা মামলার বোঝা মাথায় নিয়ে আমি এখন পালিয়ে বেড়াচ্ছি। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই আমার সহোদর ছোট দুই ভাই এসব করছে। আমি হয়রানী ও যন্ত্রণা থেকে মুক্তি চাই।
সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলা ও বালিয়াকান্দি উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।