বালিয়াকান্দিতে চাচা ভাতিজাকে কুপিয়ে জখম
- প্রকাশের সময় : ০৭:৪৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
- / ১৬৯৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ জমি নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর গ্রামে আকতার মোল্লা ও তার ভাতিজা লিটন মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাদেরকে আহতাবস্থায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি একই গ্রামে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন লিটন মোল্লা জানান, তাদের জমির সীমানা অতিক্রম করে প্রতিবেশি শমসের আলী ঘর উত্তোলন করছিল। এতে বাধা দিলে তাকে ও তার চাচাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘর তোলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এবিষয়ে ভুক্তভোগীরা অভিযুক্ত শমসের আলীসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।