এক বোয়ালের দাম ৩০ হাজার টাকা
- প্রকাশের সময় : ০৭:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
- / ১৫৬৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদী থেকে শিকার করা একটি বোয়াল মাছ বিক্রি হয়েছে ৩০ হাজার টাকা। বোয়াল মাছটি শনিবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটের ভাটিতে বাহির চর এলাকায় আ. জলিল শিকদারের জালে ধরা পরে।
স্থানীয়রা জানান, স্থানীয় জেলে আ. জলিল শিকদারসহ ৪ জন মিলে পদ্মায় মাছ শিকার করতে যায়। রাতে উল্লেখ যোগ্য কোন মাছ না মিললেও সকালে নদীতে ফেলা জালের টান দেখেই তারা বুঝতে পারেন তাদের জালে আটকা পড়েছে বড় কোন মাছ। বেশ কিছুক্ষন চেষ্টা করে তারা মাছটি নৌকায় তুলতে সক্ষম হন। তারা দেখেন বিশাল আকৃতির একটি বোয়াল মাছ। বোয়ালটি নৌকায় তুলে তারা দ্রুত দৌলতদিয়া ফেরি ঘাটে চলে আসেন। এসময় বিশাল আকৃতির বোয়াল মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা ভীর করেন। পরে বোয়াল মাছটি ওজন দিয়ে দেখা যায় ওজন ১৫ কেজি ১০০ গ্রাম।
দৌলতদিয়া ঘাটে শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজহান মিয়া জানান, শনিবার সকালে মাছ ধরা পড়ার পর জেলেরা মাছটিকে তার আড়তে নিয়ে আসেন। তিনি ১৮৭০ টাকা কেজি দরে ক্রয় করার পর ২ হাজার কেজি দরে ৩০ হাজার টাকায় যশোরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন বলে জানান।