কেকেএস কৈশোর কর্মসূচীর উদ্যোগ॥ কাজী হেদায়েত বালিকা বিদ্যালয়ে উষ্ণতার দেয়ল
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:২২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
- / ১৬৫৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ কেকেএস কৈশোর কর্মসূচির উদ্যোগে মঙ্গলবার রাজবাড়ী শহরতলীর ঐতিহ্যবাহী কাজী হেদায়েত হেসেন উচ্চ বালিকা বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে উষ্ণতার দেয়াল।
কেকেএস এর বিদ্যালয় ফোরামের কিশেীিরদের ভালো কাজ করার ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ এটি। ফোরামের সদস্যরা অঙ্গীকার করেছে, তারা প্রতিদিন একটি ভালো কাজ করবে।
উষ্ণতার দেয়ালটি ফিতা কেটে উদ্বোধন করেন কাজী হেদায়েত হেসেন উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মীর মাহ্ফুজা খাতুন মলি । এসময় তিনি বলেন, এই উদ্যোগটি আমাকে মুগ্ধ করেছে। এই তীব্র শীতে যে সকল গরীব মানুষ শীতে কষ্ট পাচ্ছে তারা উষ্ণতার দেয়াল থেকে প্রয়োজনীয় শীতবস্ত্র নিয়ে উপকৃত হবে। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধান ও পরিকল্পনায় ছিলেন কেকেএসএর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম। কর্মসূচী সংগঠক ফয়েজুল হক কল্লোল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Tag :