রাজবাড়ীতে বিনামূল্যে রক্তের গ্র“প নির্ণয়

- প্রকাশের সময় : 08:20:30 pm, Monday, 20 January 2020
- / 1391 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে বৃহত্তর ফরিদপুর’ এর রাজবাড়ী টিমের উদ্যোগে রোববার রাজবাড়ী ১ নং রেলগেট এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
‘রক্ত দিনÑজীবন বাঁচান’ স্লোগানকে সাসমনে রেখে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ছাড়াও নানা শ্রেণি পেশার শতাধিক মানুষের রক্তের গ্র“প নির্ণয় করা হয়। এছাড়া বেশ কয়েকজন তরুণ স্বেচ্ছায় তাদের রক্তদান করেন।
এসময় সংগঠনের রাজবাড়ী টিমের আহ্বায়ক স্মৃতি ইসলাম, অর্থ সম্পাদক পাভেল রহমান, সদস্য সচিব নাসের শেখ, সদস্য রাশেদ, সাকিব, জুয়েল, রাজীব, রাকিব, আরিফ, হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের আহ্বায়ক স্মৃতি ইসলাম জানান, রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার জন্যই তাদের এই কার্যক্রম। মেডিকেল টেকনোলজি সদস্যবৃন্দের সহযোগিতায় তাদের এই কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।