Dhaka 8:03 pm, Monday, 27 March 2023

যৌনপল্লীর শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে’ -ডিআইজি হাবিবুর রহমান

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : 08:53:38 pm, Wednesday, 15 January 2020
  • / 1700 জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ পুলিশের রুটিন কাজের বাইরে গিয়ে পিছিয়ে পড়া বেদে ও হিজরা জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ইতিমধ্যে কাজ শুরু করেছি। অনুরূপ ভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের সমাজের মূল ¯্রােতের সাথে তালমিলিয়ে চলতে তাদের জীবনমান উন্নয়নে শিক্ষাসহ নানা বিষয়ে কাজ করা হবে।
বুধবার দুপুরে দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠানে পুলিশের ঢাকা রেঞ্জের উপ মহা পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, দেশের কোন জনগোষ্ঠিকে বাদ দিয়ে মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত উন্নত দেশের কাজ সম্পন্ন হবে না। দেশের সর্ববৃহত দৌলতদিয়া যৌনপল্লীতে জন্ম নেয়া শত শত শিশু শিক্ষাসহ সব ধরনের অধিকার থেকে বঞ্চিত। সে বিবেচনায় এ সকল শিশুর জীবনমান উন্নয়নে এখনই কাজ শুরু না করলে ৪১ সালের মধ্যে উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হবে। তিনি বলেন, এখানে জন্ম নেয়া শিশুদের কি কোন অপরাধ আছে? অন্য আর দশটি শিশুর মত কেন তারা বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হবে। তাই আমাদের যার যার অবস্থান থেকে তাদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত যৌনপল্লীর বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সর্বস্ব বিকিয়ে দেয়া টাকায় যাতে কেউ ভাগ বসাতে না পারে, সে জন্য আমার পুলিশ সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের পাশে থাকবে বাংলাদেশ পুলিশ।
এরপর ডিআইজি হাবিবুর রহমান যৌনপল্লীর শিশুদের জন্য মুক্তি মহিলা সমিতি আয়োজিত মুসলিম চ্যারিটি (ইউকে) এন্ড ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করেন।
রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে যৌনপল্লীর শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, হাইওয়ে পুলিশের এসপি মোস্তাফিজুর রহমান, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উজ জামান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন গেদু, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অবহেলিত মহিলা সমিতির সভাপতি ঝুমুর আক্তার, যৌনপল্লীর শিশু ফারহান আহমেদ ইয়াসিন প্রমুখ।
অনুষ্ঠানে দৌলতদিয়া যৌনপল্লীর ৩ শতাধিক শিশুর হাতে স্কুল ব্যাগসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরন তুলে দেয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যৌনপল্লীর শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে’ -ডিআইজি হাবিবুর রহমান

প্রকাশের সময় : 08:53:38 pm, Wednesday, 15 January 2020

জনতার আদালত অনলাইন ॥ পুলিশের রুটিন কাজের বাইরে গিয়ে পিছিয়ে পড়া বেদে ও হিজরা জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে ইতিমধ্যে কাজ শুরু করেছি। অনুরূপ ভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের সমাজের মূল ¯্রােতের সাথে তালমিলিয়ে চলতে তাদের জীবনমান উন্নয়নে শিক্ষাসহ নানা বিষয়ে কাজ করা হবে।
বুধবার দুপুরে দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরন অনুষ্ঠানে পুলিশের ঢাকা রেঞ্জের উপ মহা পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, দেশের কোন জনগোষ্ঠিকে বাদ দিয়ে মাননীয় প্রধান মন্ত্রী ঘোষিত উন্নত দেশের কাজ সম্পন্ন হবে না। দেশের সর্ববৃহত দৌলতদিয়া যৌনপল্লীতে জন্ম নেয়া শত শত শিশু শিক্ষাসহ সব ধরনের অধিকার থেকে বঞ্চিত। সে বিবেচনায় এ সকল শিশুর জীবনমান উন্নয়নে এখনই কাজ শুরু না করলে ৪১ সালের মধ্যে উন্নত দেশের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হবে। তিনি বলেন, এখানে জন্ম নেয়া শিশুদের কি কোন অপরাধ আছে? অন্য আর দশটি শিশুর মত কেন তারা বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হবে। তাই আমাদের যার যার অবস্থান থেকে তাদের জীবনমান উন্নয়নে এগিয়ে আসতে হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত যৌনপল্লীর বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সর্বস্ব বিকিয়ে দেয়া টাকায় যাতে কেউ ভাগ বসাতে না পারে, সে জন্য আমার পুলিশ সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের পাশে থাকবে বাংলাদেশ পুলিশ।
এরপর ডিআইজি হাবিবুর রহমান যৌনপল্লীর শিশুদের জন্য মুক্তি মহিলা সমিতি আয়োজিত মুসলিম চ্যারিটি (ইউকে) এন্ড ডে-কেয়ার সেন্টারের উদ্বোধন করেন।
রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে যৌনপল্লীর শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, হাইওয়ে পুলিশের এসপি মোস্তাফিজুর রহমান, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উজ জামান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন গেদু, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অবহেলিত মহিলা সমিতির সভাপতি ঝুমুর আক্তার, যৌনপল্লীর শিশু ফারহান আহমেদ ইয়াসিন প্রমুখ।
অনুষ্ঠানে দৌলতদিয়া যৌনপল্লীর ৩ শতাধিক শিশুর হাতে স্কুল ব্যাগসহ বিভিন্ন ধরনের শিক্ষা উপকরন তুলে দেয়া হয়।