Dhaka 10:40 pm, Monday, 20 March 2023

মাদকের বিরুদ্ধে শপথ নিল শিক্ষার্থীরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : 08:59:50 pm, Monday, 6 January 2020
  • / 1347 জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী আলোচনা অনুষ্ঠানে তারা এ শপথ গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তারের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফজলুল করিম, রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. সাহাবউদ্দিন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান প্রমুখ।
বক্তারা বলেন,মাদক শুধু ব্যক্তিকে নয়। পরিবার ও সমাজকে ধ্বংস করে। কোনো অজুহাতেই মাদক গ্রহণ করা যাবেনা। মাদক থেকে সবসময় দূরে থাকতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদকের বিরুদ্ধে শপথ নিল শিক্ষার্থীরা

প্রকাশের সময় : 08:59:50 pm, Monday, 6 January 2020

জনতার আদালত অনলাইন ॥ মাদকের বিরুদ্ধে শপথ নিয়েছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী আলোচনা অনুষ্ঠানে তারা এ শপথ গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তারের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফজলুল করিম, রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. সাহাবউদ্দিন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান প্রমুখ।
বক্তারা বলেন,মাদক শুধু ব্যক্তিকে নয়। পরিবার ও সমাজকে ধ্বংস করে। কোনো অজুহাতেই মাদক গ্রহণ করা যাবেনা। মাদক থেকে সবসময় দূরে থাকতে হবে।