রাজবাড়ীতে জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৪৬৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে জুনিয়র স্কুলসার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অকৃতকার্য হবার কারণে এক ছাত্রীআত্মহত্যাকরেছে। মিম আক্তার নামে ঐ শিক্ষার্থীরবাড়িরাজবাড়ীরসদরউপজেলারমিজানপুরইউনিয়নের চর মহাদেবপুরগ্রামে। তারবাবারনামমহিদ শিকদার।মিমএবার চর জৌকুড়ানি¤œমাধ্যমিক বিদ্যালয়থেকে জেএসসিপরীক্ষায়অংশগ্রহণকরে। মঙ্গলবার বিকেলেনিজঘরেআত্মহত্যাকরেমিম।
স্কুলছাত্রীরপিতামহিদ শিকদারজানায়, মিমএবার চর জৌকুগানি¤œমাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসিপরীক্ষায়অংশগ্রহনকরে। দুপুর১টার দিকেমিমপরীক্ষারফলজানতেপারে সে। অকৃতকার্য হবার খবর শুনেঘরেরমধ্যে শুয়েছিল। বিকেলেঘরের দরজাবন্ধ দেখে ওর মা। তারপরঅনেকডাকাডাকিকরে দরজানাখুললেজানালাদিয়ে দেখি সে আত্মহত্যাকরেছে।
রাজবাড়ীরসদর থানারঅফিসারইনচার্জ (ওসি) স্বপনকুমারমজুমদারমিমেরমৃত্যুর খবর নিশ্চিতকরেছেন।
Tag :