গোয়ালন্দের পদ্মায় বালুবাহি ট্রলার থেকে পড়ে মাঝি নিখোঁজ

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:46:49 pm, Sunday, 29 December 2019
- / 1491 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদীতে মিনাজউদ্দিন (২) নামের বালুবাহি একটি ট্রলার থেকে পড়ে ট্রলারের মাঝি মিরাজ (৪৫) নিখোঁজ রয়েছেন। সে মাদারীপুর শিবচর থানার বাসিন্দা।
শনিবার দুপুর দেড়টার দিকে ইউনিয়নের কাওয়ালজানি এলাকায় এ টনা ঘটে।
জানা গেছে, ট্রলারটি রাজবাড়ী ধাওয়াপাড়া থেকে বালু নিয়ে মাদারীপুর শিবচরে যাচ্ছিল।
দেবগ্রাম ইউপির কাওয়ালজানি এলাকার পদ্মা নদীর ডুবোচরে আটকে ট্রলার থেকে হঠাৎ একজন নদীতে পড়ে যায়। পড়ে স্থানীয়দের নৌকা নিয়ে কিছুক্ষণ খুজাখুজি করলেও নিখোঁজ ব্যাক্তিকে পাওযা যায়নি এবং ওইস্থানে অনেক স্রোত।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, ট্রলার থেকে পড়ে একজন নিখোঁজের সংবাদ শুনে ঘটনাস্থলে রওনা হয়েছেন।
Tag :