রাজবাড়ীতে ২টি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ জলদস্যু গ্রেফতার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
- / ১৪৪৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের শেখপাড়া থেকে শুক্রবার দিবাগত রাতে দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও দুইশ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জলদস্যু রনজু খানকে গ্রেফতার করেছে। সে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের ফজলু খানের ছেলে।
রাজবাড়ীর ডিবি ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে শেখপাড়া জামে মসজিদের সামনে থেকে রনজুকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি তৈরি ওয়ানশুটারগান, চার রাউন্ড গুলি ও দুইশ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে আরও দুটি মামলা আছে। সে নদীতে ডাকাতির কাজে লিপ্ত ছিল। এব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার রাজবাড়ীর আদালদে চালান করা হয়।
Tag :