Dhaka ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কেকেএস এর উদ্যোগে কিশোরীদের মাঝে খেলা সামগ্রী বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
  • / ১৪৪০ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ লাখো শহীদের রক্ত¯œাতের পথ বেয়ে অর্জিত স্বাধীনতায় ২ লক্ষ মা বোন নিজের সবোচ্চ মুল্যবান সম্ব্রমটাকে হারিয়ে লাল সবুজের তুলিতে আঁকা যে পতাকা এনে দিলেন সেই মা বোনদের উৎসর্গের প্রতি শ্রদ্ধা রেখে মুক্তিযুদ্ধের চেতনাধারী বেসরকারী সেবাদানকারী সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) রাজবাড়ী শহরতলীর ধুনচি কিশোরী কøাবে বিজয় দিবস ২০১৯ পালন ও খেলার সামগ্রী বিতরন হয়। কিশোরী মেয়েদের দৈহিক ও মানসিক বিকাশ সাধনের প্রয়াসে পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কেকেএস কৈশোর কর্মসূচির উদ্যোগে এ আয়োজন পরিচালনা করেন কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার ফয়েজুল হক কল্লোল।
স্বল্পন্নোত দেশ থেকে উন্নত দেশের মুল্যায়নে আরো একধাপ এগিয়ে আসতে কিশোরী উন্নয়নের বিকল্প নেই। এই ধারনায় নারী বান্ধব সুন্দর সমাজ বিনির্মানে কেকেএস সর্বদা বদ্ধ পরিকর। বাল্য বিবাহ রোধ, শিক্ষা সহায়তা ও সুস্থ শাররিক পরিপক্কতা বিনির্মানে কিশোরীদের খেলাধুলা অনেক বৃহত একটি সহপাঠ। কেকেএস কৈশোর কর্মসূচি এই রকম একটি পরিপুষ্ট কিশোরী জীবন উপহার দানে হাত বাড়িয়েছে। অনুষ্ঠান শেষে ধুনচি কিশোরী ক্লাবের মেয়েদের হাতে বিভিন্ন প্রকার খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিল্পনা ও তত্বাবধানে ছিলেন কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কেকেএস এর উদ্যোগে কিশোরীদের মাঝে খেলা সামগ্রী বিতরণ

প্রকাশের সময় : ০৮:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯

জনতার আদালত অনলাইন ॥ লাখো শহীদের রক্ত¯œাতের পথ বেয়ে অর্জিত স্বাধীনতায় ২ লক্ষ মা বোন নিজের সবোচ্চ মুল্যবান সম্ব্রমটাকে হারিয়ে লাল সবুজের তুলিতে আঁকা যে পতাকা এনে দিলেন সেই মা বোনদের উৎসর্গের প্রতি শ্রদ্ধা রেখে মুক্তিযুদ্ধের চেতনাধারী বেসরকারী সেবাদানকারী সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) রাজবাড়ী শহরতলীর ধুনচি কিশোরী কøাবে বিজয় দিবস ২০১৯ পালন ও খেলার সামগ্রী বিতরন হয়। কিশোরী মেয়েদের দৈহিক ও মানসিক বিকাশ সাধনের প্রয়াসে পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর সহযোগিতায় কেকেএস কৈশোর কর্মসূচির উদ্যোগে এ আয়োজন পরিচালনা করেন কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির প্রোগ্রাম অফিসার ফয়েজুল হক কল্লোল।
স্বল্পন্নোত দেশ থেকে উন্নত দেশের মুল্যায়নে আরো একধাপ এগিয়ে আসতে কিশোরী উন্নয়নের বিকল্প নেই। এই ধারনায় নারী বান্ধব সুন্দর সমাজ বিনির্মানে কেকেএস সর্বদা বদ্ধ পরিকর। বাল্য বিবাহ রোধ, শিক্ষা সহায়তা ও সুস্থ শাররিক পরিপক্কতা বিনির্মানে কিশোরীদের খেলাধুলা অনেক বৃহত একটি সহপাঠ। কেকেএস কৈশোর কর্মসূচি এই রকম একটি পরিপুষ্ট কিশোরী জীবন উপহার দানে হাত বাড়িয়েছে। অনুষ্ঠান শেষে ধুনচি কিশোরী ক্লাবের মেয়েদের হাতে বিভিন্ন প্রকার খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিল্পনা ও তত্বাবধানে ছিলেন কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)।