দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ॥ রাজবাড়ীতে দুর্নীতিবিরোধী দিবসে গণস্বাক্ষরসহ নানা কর্মসূচী
- প্রকাশের সময় : ০৯:৪৪:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯
- / ১৪৯৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ “রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দুর্নীীতর বিরুদ্ধে সবাইকে সচেতন করার প্রত্যয় নিয়ে সোমবার রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচীর আয়োজন করা হয়।
সকাল ১০টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে মানববন্ধন শেষে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কুদরত আলীর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, দুপ্রক সেক্রেটারী তসলিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, সচেতনতা সৃষ্টি করতে হবে নিজ স্থান থেকে। আগামী প্রজন্মের জন্য কী রেখে যাচ্ছি সে বিষয়ে আমাদের ভাবতে হবে। দুর্নীতি ও ঘুষ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করতে হবে। সকল স্তরে কার্যকর, জবাবদিহিমূলক ও স্বচ্ছ প্রতিষ্ঠানের বিকাশ নিশ্চিত করতে হবে। একই সাথে জাতীয় আইন ও আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে তথ্য প্রাপ্তির অবাধ সুযোগ নিশ্চিতকরণ এবং মৌলিক স্বাধীনতা সুরক্ষাকরণ লক্ষ্য অর্জনে আইনি ও কাঠামোগত প্রস্তুতি, পরিস্থিতি এবং বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করার পাশাপাশি উত্তরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচী।