রাজবাড়ীতে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
- / ১৪৯৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল বুধবার রাতে রাজবাড়ী সদর উপজেলা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এক কেজি ৪০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে শামীম মিয়া ও বরাট ইউনিয়নের সাভার গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে হাফিজুল মিয়া।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর ও সাভার এলাকা থেকে গাঁজাসহ হাতেনাতে দুজনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে যুক্ত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এব্যাপারে তাদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
Tag :