Dhaka ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
  • / ১৪৫৫ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে পঞ্চম শ্রেণির ছাত্রী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আনোয়ার ব্যাপারীকে সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সে একই গ্রামের লতিফ ব্যাপারীর ছেলে।
র‌্যাব-৮ সূত্র জানায়, আনোয়ার ব্যাপারী পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর গৃহ শিক্ষক ছিল। গত ২১ নভেম্বর তারিখ রাত নয়টার দিকে প্রাইভেট পড়ানোর সময় ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ছাত্রী তার অভিভাবকদের কাছে বিষয়টি খুলে বললে আনোয়ারের বাবার কাছে তারা বিচার দেয়। গত ২৮ নভেম্বর তারিখে সালিস বৈঠকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। আনোয়ার সালিসের রায় না মেনে উল্টো ওই ছাত্রীর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাতে থাকে। এব্যাপারে ভুক্তভোগী পরিবারের সদস্যরা র‌্যাব ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করে। সোমবার সকালে অভিযান চালিয়ে আনোয়ারকে তার মামার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের উপ পরিচালক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, আনোয়ারকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার

প্রকাশের সময় : ০৮:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে পঞ্চম শ্রেণির ছাত্রী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক আনোয়ার ব্যাপারীকে সোমবার সকালে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। সে একই গ্রামের লতিফ ব্যাপারীর ছেলে।
র‌্যাব-৮ সূত্র জানায়, আনোয়ার ব্যাপারী পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর গৃহ শিক্ষক ছিল। গত ২১ নভেম্বর তারিখ রাত নয়টার দিকে প্রাইভেট পড়ানোর সময় ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ছাত্রী তার অভিভাবকদের কাছে বিষয়টি খুলে বললে আনোয়ারের বাবার কাছে তারা বিচার দেয়। গত ২৮ নভেম্বর তারিখে সালিস বৈঠকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। আনোয়ার সালিসের রায় না মেনে উল্টো ওই ছাত্রীর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাতে থাকে। এব্যাপারে ভুক্তভোগী পরিবারের সদস্যরা র‌্যাব ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করে। সোমবার সকালে অভিযান চালিয়ে আনোয়ারকে তার মামার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের উপ পরিচালক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, আনোয়ারকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।