আগামীতে নিজস্ব প্রতীকে নির্বাচন করবে ওয়ার্কার্স পার্টি ॥ -রাজবাড়ীতে ফজলে হোসেন বাদশা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 09:15:58 pm, Saturday, 23 November 2019
- / 2107 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, আগামীতে ওয়ার্কার্স পার্টি নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। দেশ ও জনগণের স্বার্থে বাম গণতান্ত্রিক ধারার দলসমূহকে ঐক্যবদ্ধ হয়ে একা কাতারে আসতে হবে। সন্ত্রাস চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ধরতে হবে।
শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে দলীয় সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১৪ দলে থাকা না থাকা নির্ভর করবে পরিস্থিতির উপর। উন্নয়নের ধারা অব্যাহত থাকলেও সকল মানুষের দ্বারপ্রান্তে এখনও পৌছেনি।
রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টুর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, আরবান আলী মওলা বক্স প্রমুখ।
Tag :