Dhaka ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ধর্ষণ ও হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
  • / ২৩৭৮ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর থানার পুলিশ দুটি পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের নান্নু মন্ডলের ছেলে আকাশ মন্ডল ও রাজবাড়ীর কালুখালী উপজেলার হঠাৎপাড়া গ্রামের ধলু শেখের ছেলে চরমপন্থী ইউনুস আলী। ধর্ষণ মামলার আসামি আকাশকে ঢাকার ভাটারা থেকে ও হত্যা মামলার আসামি ইউনুসকে রজবাড়ী শহর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলা এলাকার প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক মাস আগে আকাশ মন্ডলের বিরুদ্ধে মামলা হয়। তারপর থেকে সে পলাতক ছিল। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আকাশ মন্ডলের অবস্থান নিশ্চিত হওয়ার পর ঢাকার ভাটারা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে ২০১৭ সালের ১৯ আগস্ট তারিখে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলীকে একদল চরমপন্থী তার বাড়ি থেকে তুলে নিয়ে জবাই করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। এ ঘটনায় ওয়াজেদ আলীর ভাতিজা বাদী হয়ে কালুখালী থানায় মামলা করেন। ওই মামলায় ইউনুস এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সে একজন দুর্ধর্ষ চরমপন্থী বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস জানান, দুই আসামিকে আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ধর্ষণ ও হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর থানার পুলিশ দুটি পৃথক অভিযান চালিয়ে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের নান্নু মন্ডলের ছেলে আকাশ মন্ডল ও রাজবাড়ীর কালুখালী উপজেলার হঠাৎপাড়া গ্রামের ধলু শেখের ছেলে চরমপন্থী ইউনুস আলী। ধর্ষণ মামলার আসামি আকাশকে ঢাকার ভাটারা থেকে ও হত্যা মামলার আসামি ইউনুসকে রজবাড়ী শহর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাজবাড়ী সদর উপজেলা এলাকার প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক মাস আগে আকাশ মন্ডলের বিরুদ্ধে মামলা হয়। তারপর থেকে সে পলাতক ছিল। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আকাশ মন্ডলের অবস্থান নিশ্চিত হওয়ার পর ঢাকার ভাটারা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে ২০১৭ সালের ১৯ আগস্ট তারিখে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলীকে একদল চরমপন্থী তার বাড়ি থেকে তুলে নিয়ে জবাই করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। এ ঘটনায় ওয়াজেদ আলীর ভাতিজা বাদী হয়ে কালুখালী থানায় মামলা করেন। ওই মামলায় ইউনুস এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সে একজন দুর্ধর্ষ চরমপন্থী বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ী সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস জানান, দুই আসামিকে আদালতে চালান করা হয়েছে।