Dhaka 7:42 pm, Monday, 27 March 2023

লবণের দাম বৃদ্ধির গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রাজবাড়ীর জেলা প্রশাসকের

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : 07:27:11 pm, Tuesday, 19 November 2019
  • / 1986 জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥
লবণের দাম বৃদ্ধির গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক।
জানা গেছে, গত কয়েকদিনে পেঁয়াজের দাম অস্বাভাবিক ভাবে বেড়েছে। একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এমন গুজব রটাচ্ছে যে, এবার লবণের দাম বাড়বে। যার রেশ রাজবাড়ীও চলে এসেছে। মঙ্গলবার দুপুর নাগাদ গুজবের ডালপালা গজিয়ে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। মানুষ গুজবে বিভ্রান্ত হয়ে লবণ কিনতে মুদি দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ে।
কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে, লবণের দাম বৃদ্ধির গুজবে লবণ কিনতে ক্রেতারা ভিড় করছেন। তবে এখনও লবণের দাম স্বাভাবিক রয়েছে। এক টাকাও বাড়েনি লবণের দাম। কারা কীভাবে এ গুজব রটিয়েছে তা এ রহস্য।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, বিষয়টি আমরা শুনেছি। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ডেকে তাদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করেছি। দেশে পর্যাপ্ত পরিমাণে লবণ মজুত আছে। কোনো ঘাটতি নেই। সুতরাং লবণের দাম বাড়ারও কোনো কারণ নেই। একটি দুষ্টচক্র এসব গুজব ছড়াচ্ছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। যদি কোনোভাবে কেউ লবণের দাম বাড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গুজব রটনাকারীদের খুঁজে বের করে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লবণের দাম বৃদ্ধির গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রাজবাড়ীর জেলা প্রশাসকের

প্রকাশের সময় : 07:27:11 pm, Tuesday, 19 November 2019

জনতার আদালত অনলাইন ॥
লবণের দাম বৃদ্ধির গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক।
জানা গেছে, গত কয়েকদিনে পেঁয়াজের দাম অস্বাভাবিক ভাবে বেড়েছে। একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এমন গুজব রটাচ্ছে যে, এবার লবণের দাম বাড়বে। যার রেশ রাজবাড়ীও চলে এসেছে। মঙ্গলবার দুপুর নাগাদ গুজবের ডালপালা গজিয়ে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। মানুষ গুজবে বিভ্রান্ত হয়ে লবণ কিনতে মুদি দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ে।
কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে, লবণের দাম বৃদ্ধির গুজবে লবণ কিনতে ক্রেতারা ভিড় করছেন। তবে এখনও লবণের দাম স্বাভাবিক রয়েছে। এক টাকাও বাড়েনি লবণের দাম। কারা কীভাবে এ গুজব রটিয়েছে তা এ রহস্য।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, বিষয়টি আমরা শুনেছি। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ডেকে তাদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করেছি। দেশে পর্যাপ্ত পরিমাণে লবণ মজুত আছে। কোনো ঘাটতি নেই। সুতরাং লবণের দাম বাড়ারও কোনো কারণ নেই। একটি দুষ্টচক্র এসব গুজব ছড়াচ্ছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। যদি কোনোভাবে কেউ লবণের দাম বাড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গুজব রটনাকারীদের খুঁজে বের করে তাদেরও আইনের আওতায় আনা হবে।