দৌলতদিয়ায় যৌনকর্মীর লাশ উদ্ধার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:18:25 pm, Wednesday, 13 November 2019
- / 1873 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পতিতাপল্লী থেকে যৌনকর্মী সাথী আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই পল্লীর খুশি বাড়িওয়ালীর ভাড়াটিয়া ছিল। উদ্ধারের পর গতকাল বুধবার ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝোলে যৌনকর্মী সাথী (৩০)। রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি টের পেয়ে বাড়িওয়ালী খুশি বেগম গোয়ালন্দ ঘাট থানাপুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে যৌনকর্মী সাথী আক্তারের ঝুলন্ত লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
Tag :