রাজবাড়ীতে ৬০৩ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

- প্রকাশের সময় : ১০:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
- / 691
জনতার আদালত অনলাইন ॥
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল শুক্রবার সকালে দৌলতদিয়া- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুর তালতলা এলাকা থেকে ৬০৩ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলাগাড়ি গ্রামের মো. সাজ্জেদের ছেলে মো. মুজাহিদ, রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর গ্রামের জাগাঙ্গীর আহমেদের ছেলে শরিফ আহম্মেদ, একই গ্রামের কাদের শেখের ছেলে সোহাগ শেখ ও কুষ্টিয়ার বিত্তিপাড়া গ্রামের পেষণ মন্ডলের ছেলে মিন্টু মন্ডল।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি নসিমন গাড়িতে তল্লাশী চালিয় বিপুল পরিমাণ এই ফেনসিডিল উদ্ধার ও চারজনকে গ্রেফতার তরা হয়। এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে যুক্ত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এব্যাপারে পাংশা থানায় মাদক আইনে মামলা হয়েছে।