আসাদ চৌধুরী গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:২৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
- / ২১৬৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জমান চৌধুরী আসাদ। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান চৌধুরী দেবগ্রাম ইউনিয়নের কাটাখালী চর পাঁচুরিয়া গ্রামের আব্দুল আজিজ চৌধুরীর ছেলে। তিনি গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের মৃত্যু হয়। নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শপথ না নেয়া পর্যন্ত আসাদুজ্জামান চৌধুরী উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
Tag :