রাজবাড়ীতে উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
- / ১৪৪০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সোমবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ঢুলিপাড়া সফদার মেম্বারের বাড়ির আঙিনায় উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি ও আপন শিল্পী গোষ্ঠির শিল্পীরা পল্লীগীতি, আধুনিক, বাউল গান, নৃত্য ও পুঁথিপাঠ পরিবেশন করেন।
এর আগে এক আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাস, আলীপুর ইউপি চেয়ারম্যান শওকত হাসান, অ্যড. সফিকুল আযম মামুন, গোলাম মওলা, ফাতেমা বেগম প্রমুখ।
বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।
Tag :