র্যাবের হাতে অটোরিক্সা চোর চক্রের সদস্য ২ সহোদর আটক

- প্রকাশের সময় : 07:23:50 pm, Monday, 4 November 2019
- / 1342 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮,ফরিদপুর ক্যাম্পের একটি দল অটোরিক্সা চোর চক্রের সদস্য দুই সহোদরক রোববার সন্ধ্যায় আটক করেছে। আটককৃতরা হলো ফরিদপুরের কোতোয়ালি শাতার কোমরপুর গ্রামের আছের উদ্দিন মন্ডলের ছেলে মোঃ শাহিন মন্ডল(৪০) ও মোঃ শামীম মন্ডল।
র্যাব সূত্র জানায়, অনেক ভুক্তভোগী মোটর সাইকেল,অটোরিক্সা, ইজিবাইক চুরি সম্পর্কিত বেশ কয়েকটি অভিযোগ দায়ের করে। এসব অভিযোগের প্রেক্ষিতে মোটর সাইকেল ও ইজিবাইক চোর চক্রের সন্ধানে নামে র্যাব-০৮। এর মধ্যে ফরিদপুর শহরে রঘুনন্দনপুর গ্রামস্থ মোঃ আবুল হাশেম গাজীর অটোরিক্সা চুরি হওয়ার বিষয় ফরিদপুর র্যাব ক্যাম্পকে অবহিত করলে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কোমরপুর আব্দুল হামিদ মোল্লা বাড়ির সড়কে ‘‘জনৈক আছির উদ্দিন মন্ডলের বসত বাড়ী হতে চোরাইকৃত ব্যাটারী চালিত অটোরিক্সার বিভিন্ন পার্টস (যন্ত্রাংশ) সহ দুই ভাইকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সংঘবদ্ধ চোরাই চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন অটোরিক্সা চুরি করে পার্টস খুলে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ফরিদপুর সহ আশেপাশের জেলায় বিভিন্ন লোকজনের কাছে কম দামে বিক্রি করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি