Dhaka ০৮:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ইলিশসহ মৎস্য অফিসের ২ কর্মচারী আটক ॥ ৫৮ জেলের জেল জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
  • / ২০৫৯ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি এলাকা থেকে জেলা মৎস্য অফিসের দুইজন কর্মচারী ইলিশসহ এলাকাবাসীর কাছে আটক হয়েছে। পরে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন জেলা মৎস্য অফিসের পিয়ন সারোয়ার হোসেন ও আউটসোসিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রহরী অসীম কুমার দাস। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৫৮ জেলেকে জেল জরিমানা করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইলিশ মাছ নিয়ে যাবার সময় স্থানীয় জনতা সন্দেহবশতঃ তাদেরকে আটক করে তল্লাশী চালায়। এসময় তাদের কাছে আট কেজি ইলিশ মাছ পাওয়া যায়। পরে রাজবাড়ী ডিবি পুলিশকে খবর দেয়া হয়।
রাজবাড়ী ডিবি পুলিশের পরিদর্শক জিয়ারুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে সদর উপজেলার পদ্মা নদী সংলগ্ন গোদার বাজার ধুঞ্চি ঈদগাহ এলাকায় ইলিশ মাছসহ মৎস্য অফিসের দুইজনকে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে রাজবাড়ী সদর থানায় দিয়েছেন।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মৎস্য অফিসের দুইজন কর্মচারীকে ডিবি পুলিশ তাদের কাছে দিয়েছে। তারা এখন থানা হেফাজতে আছে।
এব্যাপারে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ২১ দিন ব্যাপী সফল অভিযান করার পর শেষ দিনে এসে এমন বিব্রতকর অবস্থায় পড়তে হবে ভাবিনি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ইলিশ প্রজনন মৌসুমের শেষ দিনে বুধবার রাজবাড়ীতে ভ্রমাম্যণ আদালতের মাধ্যমে ৫৮ জেলেকে জেল জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে দেড়শ কেজি ইলিশ ও ৯০ হাজার মিটার কারেন্ট জাল।
রাজবাড়ী জেলা মৎস্য অফিস সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ শিকার করায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন পয়েন্ট থেকে ৫৮ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে পাঁচজনকে ১৫ দিন করে কারাদন্ড এবং ৫৩ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দকৃত মাছ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। রাজবাড়ীর নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ইলিশসহ মৎস্য অফিসের ২ কর্মচারী আটক ॥ ৫৮ জেলের জেল জরিমানা

প্রকাশের সময় : ০৮:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি এলাকা থেকে জেলা মৎস্য অফিসের দুইজন কর্মচারী ইলিশসহ এলাকাবাসীর কাছে আটক হয়েছে। পরে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন জেলা মৎস্য অফিসের পিয়ন সারোয়ার হোসেন ও আউটসোসিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত প্রহরী অসীম কুমার দাস। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৫৮ জেলেকে জেল জরিমানা করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইলিশ মাছ নিয়ে যাবার সময় স্থানীয় জনতা সন্দেহবশতঃ তাদেরকে আটক করে তল্লাশী চালায়। এসময় তাদের কাছে আট কেজি ইলিশ মাছ পাওয়া যায়। পরে রাজবাড়ী ডিবি পুলিশকে খবর দেয়া হয়।
রাজবাড়ী ডিবি পুলিশের পরিদর্শক জিয়ারুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে সদর উপজেলার পদ্মা নদী সংলগ্ন গোদার বাজার ধুঞ্চি ঈদগাহ এলাকায় ইলিশ মাছসহ মৎস্য অফিসের দুইজনকে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে রাজবাড়ী সদর থানায় দিয়েছেন।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মৎস্য অফিসের দুইজন কর্মচারীকে ডিবি পুলিশ তাদের কাছে দিয়েছে। তারা এখন থানা হেফাজতে আছে।
এব্যাপারে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ২১ দিন ব্যাপী সফল অভিযান করার পর শেষ দিনে এসে এমন বিব্রতকর অবস্থায় পড়তে হবে ভাবিনি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ইলিশ প্রজনন মৌসুমের শেষ দিনে বুধবার রাজবাড়ীতে ভ্রমাম্যণ আদালতের মাধ্যমে ৫৮ জেলেকে জেল জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে দেড়শ কেজি ইলিশ ও ৯০ হাজার মিটার কারেন্ট জাল।
রাজবাড়ী জেলা মৎস্য অফিস সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ শিকার করায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন পয়েন্ট থেকে ৫৮ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে পাঁচজনকে ১৫ দিন করে কারাদন্ড এবং ৫৩ জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দকৃত মাছ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। রাজবাড়ীর নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।