গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন, আজু সভাপতি, শামীম সাধারণ সম্পাদক
- প্রকাশের সময় : ০৭:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ১৪৪৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রাজবাড়ীর ঐতিহ্যবাহী গোয়ালন্দ প্রেসক্লাবের নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহন শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনী ট্রাইব্যুনালের প্রধান সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন।
এতে সভাপতি পদে দৈনিক সমকাল প্রতিনিধি শিকদার মুহা. আসজাদ হোসেন আজু ও সাধারন সম্পাদক পদে দৈনিক যুগান্তর প্রতিনিধি শামীম শেখ নির্বাচিত হন।
জানা যায়, তফসীল অনুযায়ী শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। এ নির্বাচনে সভাপতি পদে দুইজন, জৈষ্ঠ সহ সভাপতি পদে দুইজন ও সাধারন সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৫ জন সদস্যের মধ্যে প্রত্যেকেই ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে শিকদার মুহা. আসজাদ হোসেন আজু (সমকাল) পান ৮ ভোট, তার নিটকতম প্রতিদ্বন্দ্বি এম রাশেদুল হক রায়হান (প্রথম আলো) পান ৬ ভোট। সাধারন সম্পাদক পদে শামীম শেখ (যুগান্তর) পান ৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আক্তারুজ্জামান মৃধা (ইত্তেফাক) পান ৬ ভোট। জৈষ্ঠ সহ সভাপতি পদে একই ব্যবধানে আবুল হোসেন (ভোরের পাতা) নজরুল ইসলামকে (ইনকিলাব) পরাজিত করেন। এছাড়া যুগ্ম সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেহেদুল হাসান আক্কাছ (নয়াদিগন্ত) ও দপ্তর সম্পাদক পদে কুদ্দুস আলম (যায়যায়দিন) নির্বাচিত হন। ফলাফল ঘোষনাকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম, নির্বাচনী ট্রাইব্যুনালের সদস্য নির্মল কুমার চক্রবর্তী, এ্যাড. এবিএম ছাত্তার, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ রাজীব (সংবাদ), সদস্য সচিব হেলাল মাহমুদ (যুগান্তর) প্রমুখ। পরে সাংবাদিকদের সম্মানে নৈশ্যভোজের আয়োজন করেন সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন। এতে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজামসহ সাংবাদিক ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।