রাজবাড়ীর কালুখালীতে ইলিশ রক্ষা অভিযানকারী দলের উপর জেলেদের হামলা ॥ মৎস্য কর্মকর্তা পুলিশ সহ আহত ১২
- প্রকাশের সময় : ০৭:০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
- / ১৫৪৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সাদারচর এলাকায় পদ্মা নদীতে ইলিশ রক্ষা অভিযানকারী দলের উপর হামলা চালিয়েছে বেপরোয়া জেলেরা। এ ঘটনায় পুলিশ, মৎস্য কর্মকর্তা, আনসার সদস্যসহ ১২ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার রহমান, অফিস সহায়ক নিরঞ্জন সরকার, কালুখালী থানার এএসআই আতিকুর রহমান, পুলিশ কনস্টেবল হাফিজ ও সজল মিত্র, ভূমি কর্মকর্তা ইব্রাহিম শেখ, বোরহান খান, আনসার সদস্য চাঁদ ও সাবু কাজী। এদের মধ্যে মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, পুলিশ কনস্টেবল হাফিজ ও আনসার সদস্য চাঁদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। অভিযানকারী দলে থাকা রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ অক্ষত আছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ জানান, তারা ১৫/১৬ জন দুটি নৌকায় ইলিশ শিকার বিরোধী অভিযানে ছিলেন। তাদের নৌকায় ১২ জন এবং অপর নৌকায় চার পাঁচজন ছিলেন। সন্ধ্যার পরে সাদারচর এলাকায় জেলেদের মাছ ধরতে দেখে অপর নৌকাটি এগিয়ে যায়। নৌকাটি নদীর তীরে যাওয়ার পর জেলেরা তাদের উপর হামলা করে। এসময় তাদের রক্ষায় এগিয়ে গেলে জেলেরা সংঘবদ্ধভাবে আক্রমণ করে। ওই সময় পরিস্থিতি অনেকটা ভয়ংকর হয়ে ওঠে। তিনি কোনোমতে নিজেকে রক্ষা করেছেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পদ্মা নদীতে ট্রলারে মাছ ধরা একটি নৌকাকে তারা ধাওয়া করার সময় তাদের বহনকারী নৌকা থেকে একজন পড়ে যায়। তাকে টেনে উঠনোর সময় জেলেদের নৌকা ফিরে এসে তাদের উপর হামলা চালায়। এসময় জেলেরা গুলিও করে বলে জানান তিনি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, জেলেদের হামলায় ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি তাদের দেখতে গিয়েছিলেন। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
কালুখালী থানা পুলিশের ওসি কামরুল হাসান জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি হামলার সাথে কারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।