গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
- / 921
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালীতলা এলাকায় দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে শনিবার সকালে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় এখনও জানা যায়নি।
কালুখালী থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাই কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনই কলা যাচ্ছে না। স্থানীয় এলাকাবাসী, জনপ্রতিনিধিরা কেউ তার পরিচয় জানাতে পারেনি। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।
Tag :