রাজবাড়ীতে ৮ রোহিঙ্গা আটক

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০২:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / ১৫৭২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ বৃহস্পতিবার সকালে গোয়ালন্দের পদ্মার মোড় থেকে ৮ জন রোহিঙ্গাকে আটক করেছে। আটককৃতদের মধে ৫ জন নারী এবং ৩ জন পুরুষ। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ঈগল পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো নুর কলেমা (২০), মিনারা বেগম (২০), জোহরা বেগম (৫৫), খোশনামা বেগম(১২), রশিদা বেগম (১৮), রশিদুল্লাহ (২৫), কামালউদ্দিন কামাল (১৬) এবং মীর জাফর আলী (১৮)।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে পদ্মার মোড় নামক স্থানে বাসটি থামিয়ে তাদের আটক করে গোয়ালন্দ ঘাট থানায় নিয়ে আসা হয়। আটককৃতদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।
Tag :