Dhaka ০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় নৌকা থেকে পড়ে শিশুর মৃত্যু, আহত ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • / ১৫৯৭ জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া এলাকার পদ্মা নদীতে ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় নৌকায় থাকা ১০ বছরের শিশু রকির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে একই গ্রামের আবুলের ছেলে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় হৃদয় ও সাব্বির নামে আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। হৃদয়কে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাব্বির পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে আবুল ও তার পরিবার বেশির ভাগ সময় নৌকায় জীবনযাপন করতেন। বুধবার আবুল তার ছেলে রকি ও দুই ভাতিজাকে নিয়ে নৌকায় ভাসছিলেন। এসময় মাছ ধরার একটি ইঞ্জিন চালিত ট্রলার তাদের নৌকাকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে গিয়ে পানিতে ডুবে মারা যায় রকি। আহত হয় দুই ভাতিজা হৃদয় ও সাব্বির।
পাংশা থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে ভুক্তভোগীরা মামলা দিলে গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় নৌকা থেকে পড়ে শিশুর মৃত্যু, আহত ২

প্রকাশের সময় : ০৭:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া এলাকার পদ্মা নদীতে ইঞ্জিন চালিত ট্রলারের ধাক্কায় নৌকায় থাকা ১০ বছরের শিশু রকির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে একই গ্রামের আবুলের ছেলে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় হৃদয় ও সাব্বির নামে আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। হৃদয়কে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাব্বির পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, পদ্মা নদীর ভাঙনে ভিটেমাটি হারিয়ে আবুল ও তার পরিবার বেশির ভাগ সময় নৌকায় জীবনযাপন করতেন। বুধবার আবুল তার ছেলে রকি ও দুই ভাতিজাকে নিয়ে নৌকায় ভাসছিলেন। এসময় মাছ ধরার একটি ইঞ্জিন চালিত ট্রলার তাদের নৌকাকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে গিয়ে পানিতে ডুবে মারা যায় রকি। আহত হয় দুই ভাতিজা হৃদয় ও সাব্বির।
পাংশা থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে ভুক্তভোগীরা মামলা দিলে গ্রহণ করা হবে।