রাজবাড়ীতে ভারতীয় ইনজেকশন ও মাদকসহ গ্রেফতার ৪
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১২:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
- / ১৫৪৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীতে বিপুল পরিমাণ চোরাচালানীর ভারতীয় ইনজেকশন ও মাদকসহ চার ব্যবসায়ীকে আটক করেছে রাজবাড়ীর ডিবি গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো, চুয়াডাঙ্গা জেলার খোদেজা বেগম ও মোঃ অহিদুজ্জামান রুবেল, কুষ্টিয়া জেলার দাউদ মিস্ত্রি ও রাজবাড়ীর রায়হান হোসেন রাব্বী।
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ওসি ওমর শরিফ জানান, রাজবাড়ীতে মাদক বিরোধী অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা থেকে দৌলতদিয়াঘাটগামী একটি লোকাল বাস থেকে ওই চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছে থেকে চোরাচালানীর মাধ্যমে আনীত ২৯০০ পিস ভারতীয় ভিটামিন ডিথ্রী ইনজেকশন, ১৫০ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
Tag :