রাজবাড়ীতে যুব মহিলা লীগের সম্মেলন ॥ সভাপতি আরেফিন মাহফুজা সম্পাদক কাজী নাসরিন

- প্রকাশের সময় : 12:52:32 pm, Monday, 30 September 2019
- / 1290 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলা যুব মহিলা লীগের ত্রি বার্ষিক সম্মেলন রোববার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলির সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ম সম্পাদক শফিকুল আযম মামুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, যুব মহিলা লীগ নেত্রী কানিজ ফাতিমা চৈতি, মুক্তি কর প্রমুখ।
আলোচনা সভা শেষে সম্মেলনের দ্বিতীয় পর্বে আরেফিন মাহফুজা বেনুকে সভাপতি ও কাজী নাসরিনকে সাধারণ সম্পাদকসহ ছয়জনের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। ঘোষিত অপর তিনজন হলেন সহ সভাপতি তামান্না রেশমি, যুগ্ম সম্পাদক শাহিনুর রোজি, উলমৎ জাহান তরী এবং সাংগঠনিক সম্পাদক মিনুু।