রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ২
- প্রকাশের সময় : ০৮:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
- / ১৬০৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে পৃথক স্থান থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার রাজবাড়ী রেলওয়ে স্টেশন ও আলাদীপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানাগেছে, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে থানার এসআই আতাউর রহমান এর নের্তৃত্বে আলীপুর ইউপির আলাদীপুর থেকে এএসআই হেমায়েত ও জামালের সহযোগীতায় খালেক মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী রনি শেখ (২৪) কে ২১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। তার বিরুদ্ধে থানায় পূর্বের থানায় মাদক মামলা রয়েছে।
অপরদিকে রাত দেড়টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকা থেকে এসআই মনিরুল মিয়ার নের্তৃত্ব আলীপুর ইউপির ইন্দ্রনারায়নপুরের হক মিয়ার ছেলে মতিন মিয়া (৩০)কে ১২পিস ইয়াবাসহ গ্রেফতার করেনে। তার বিরুদ্ধে পূর্বের প্রশ্নপত্র ফাঁস, মাদক সহ থানায় তিনটি মামলা রয়েছে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, থানা পুলিশের অভিযানে রাতে পৃথক স্থান থেকে ৩৩পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পূর্বের মামলা রয়েছে।