রাজবাড়ীতে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব শীর্ষক আলোচনা সভা

- প্রকাশের সময় : 07:42:48 pm, Thursday, 19 September 2019
- / 1538 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং আমাদের সচেতনতা শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
জার্নালিস্ট এসোসিয়েশন ফর হিউম্যান রাইটস ও মুষ্টি সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. রেজাউল করিম পিপিএম।
চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, আপন শিল্পী গোষ্ঠীর সভাপতি মোয়াজ্জেম হোসেন মজনু, রাজবাড়ী ওয়ালটন প্লাজার ম্যানেজার রেজাউল করিম, মুষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজা খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জার্নালিস্ট এসোসিয়েশন ফর জিউম্যান রাইটস এ্যান্ড ওয়েলফেয়ারের মহাসচিব সাংবাদিক আশিফ মাহমুদ।
সভায় জলবায়ু পরিবর্তনে পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে, সেসব বিষয় তুলে ধরা হয় এবং জলবায়ু পরিবর্তনের ব্যাপারে সবাইকে সচেতন হবার আহ্বান জানানো হয়।
পরে পরিষদ চত্ত্বরে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।