Dhaka ০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১২:৩৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
  • / ১৫৫৭ জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের সদস্য আব্দুর রহিম নিহত হয়েছে। সে সদর উপজেলার ধুলদিজয়পুর গ্রামের হাসমত আলীর ছেলে। রোববার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ওয়ানশুটারগান ও নয়টি গুলির খোসা উদ্ধার করেছে। নিহত আব্দুর রহিমের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলা রয়েছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার সকালে রহিমকে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা গ্রেপ্তার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যানুযায়ী অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধারের জন্য রাত আড়াইটার দিকে রাজবাড়ী সদর থানার পুলিশ তাকে নিয়ে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় যায়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রহিম ডাকাতের গ্রুপের সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে। এক পর্যায়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রহিম ডাকাতকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। রহিম ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে। নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশের সময় : ১২:৩৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের সদস্য আব্দুর রহিম নিহত হয়েছে। সে সদর উপজেলার ধুলদিজয়পুর গ্রামের হাসমত আলীর ছেলে। রোববার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ওয়ানশুটারগান ও নয়টি গুলির খোসা উদ্ধার করেছে। নিহত আব্দুর রহিমের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলা রয়েছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার সকালে রহিমকে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা গ্রেপ্তার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যানুযায়ী অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধারের জন্য রাত আড়াইটার দিকে রাজবাড়ী সদর থানার পুলিশ তাকে নিয়ে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় যায়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রহিম ডাকাতের গ্রুপের সদস্যরা পুলিশকে লক্ষ করে গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে। এক পর্যায়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রহিম ডাকাতকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। রহিম ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে। নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।