Dhaka ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

চলতি বছর ৭ মাসে ৭৯১টি ধর্ষণের ঘটনা ঘটেছে / রাজবাড়ীতে নারীর প্রতি সহিংসতা রোধে অ্যডভোকেসি সভা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
  • / ১৫৩৫ জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ ২০১৯ সালের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত দেশে ৭৯১টি ধর্ষণ, ৪৬ জন নারীকে ধর্ষণের পর হত্যা, ১৩৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এছাড়া ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে সাত জন নারী। এ সময়ের মধ্যে গৃহ নির্যাতনে স্বামীর হাতে খুন হয়েছে ১১২ জন নারী। যৌন হয়রানির শিকার হয়েছে ১৪৭ জন এবং গৃহ নির্যাতনে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছে সাতজন নারী।
সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাক এর জেন্ডার জাস্টিস অ্যন্ড ডাইভারসিটি প্রোগ্রাম আয়োজিত অ্যডভোকেসি সভায় বিভিন্ন দৈনিক পত্রিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়।
জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষদের দায়িত্ব ও ভূমিকা শীর্ষক এ অ্যডভোকেসি
সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর স্থানীয় সরকার উপপরিচালক বাকীহাদ হাসান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক গোলাম মো. আজম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে সফুরা ফেরদৌস, ব্র্যাক রাজবাড়ী শাখার ব্যবস্থাপক গীতা বিশ্বাস, প্রতিনিধি মো. আসাদুল্লাহ, রাস এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, জেন্ডার জাস্টিস অ্যন্ড ডাইভারসিটি প্রোগ্রাম এর টেকনিক্যাল ম্যানেজার আফসার হোসেন, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে পুরুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সবাইকে সচেতন হতে হবে। সচেতন করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, উনন্নয়ন কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশগ্রহ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চলতি বছর ৭ মাসে ৭৯১টি ধর্ষণের ঘটনা ঘটেছে / রাজবাড়ীতে নারীর প্রতি সহিংসতা রোধে অ্যডভোকেসি সভা

প্রকাশের সময় : ০৭:৩৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯


জনতার আদালত অনলাইন ॥ ২০১৯ সালের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত দেশে ৭৯১টি ধর্ষণ, ৪৬ জন নারীকে ধর্ষণের পর হত্যা, ১৩৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এছাড়া ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে সাত জন নারী। এ সময়ের মধ্যে গৃহ নির্যাতনে স্বামীর হাতে খুন হয়েছে ১১২ জন নারী। যৌন হয়রানির শিকার হয়েছে ১৪৭ জন এবং গৃহ নির্যাতনে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছে সাতজন নারী।
সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাক এর জেন্ডার জাস্টিস অ্যন্ড ডাইভারসিটি প্রোগ্রাম আয়োজিত অ্যডভোকেসি সভায় বিভিন্ন দৈনিক পত্রিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়।
জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষদের দায়িত্ব ও ভূমিকা শীর্ষক এ অ্যডভোকেসি
সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর স্থানীয় সরকার উপপরিচালক বাকীহাদ হাসান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক গোলাম মো. আজম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে সফুরা ফেরদৌস, ব্র্যাক রাজবাড়ী শাখার ব্যবস্থাপক গীতা বিশ্বাস, প্রতিনিধি মো. আসাদুল্লাহ, রাস এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, জেন্ডার জাস্টিস অ্যন্ড ডাইভারসিটি প্রোগ্রাম এর টেকনিক্যাল ম্যানেজার আফসার হোসেন, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে পুরুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। সবাইকে সচেতন হতে হবে। সচেতন করতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, উনন্নয়ন কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশগ্রহ করেন।