Dhaka 8:53 pm, Monday, 27 March 2023

রাজবাড়ীতে হত্যা মামলায় একজনের ফাঁসি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : 07:35:39 pm, Monday, 9 September 2019
  • / 1699 জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালীতে আব্দুল জব্বার মোল্লা নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে আরজু মোল্লাকে ফাঁসির দন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। মামলার অন্য ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে দন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আরজু মোল্লা রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী গ্রামের খোরশেদ মোল্লার ছেলে। মৃত জব্বার মোল্লা একই গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন মুরগীর ব্যবসায়ী ছিলেন।
রাজবাড়ীর আদালত ও মামলা সূত্রে জানা যায়, মেহেদি পাতা ছেড়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী গ্রামে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আব্দুল জব্বার মোল্লা (৪৭) কে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছিল।
হত্যাকান্ডের ঘটনায় নিহত জব্বার মোল্লার ছেলে নাজমুল মোল্লা বাদী হয়ে পরদিন ২৮ সেপ্টেম্বর সাতজনের বিরুদ্ধে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ এ মামলায় আদালতে চার্জশীট প্রদান করেন। আদালত মামলার দীর্ঘ সাক্ষী প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে উল্লেখিত রায় দেন। মামলার অন্য আসামিদের মধ্যে রোজিনা বেগম, বেল্লাল, রাশেদ ও খোরশেদকে তিন বছর করে এবং এরশাদ ও শহর আলীকে এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজীর আলী। আসামি পক্ষে ছিলেন শেখ ফরিদ আহমেদ ও মাসুদ আবেদীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে হত্যা মামলায় একজনের ফাঁসি

প্রকাশের সময় : 07:35:39 pm, Monday, 9 September 2019


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালীতে আব্দুল জব্বার মোল্লা নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে আরজু মোল্লাকে ফাঁসির দন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। মামলার অন্য ছয় আসামিকে বিভিন্ন মেয়াদে দন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত আরজু মোল্লা রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী গ্রামের খোরশেদ মোল্লার ছেলে। মৃত জব্বার মোল্লা একই গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন মুরগীর ব্যবসায়ী ছিলেন।
রাজবাড়ীর আদালত ও মামলা সূত্রে জানা যায়, মেহেদি পাতা ছেড়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের দেওয়ালী গ্রামে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আব্দুল জব্বার মোল্লা (৪৭) কে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছিল।
হত্যাকান্ডের ঘটনায় নিহত জব্বার মোল্লার ছেলে নাজমুল মোল্লা বাদী হয়ে পরদিন ২৮ সেপ্টেম্বর সাতজনের বিরুদ্ধে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ এ মামলায় আদালতে চার্জশীট প্রদান করেন। আদালত মামলার দীর্ঘ সাক্ষী প্রমাণ ও কাগজপত্র পর্যালোচনা করে উল্লেখিত রায় দেন। মামলার অন্য আসামিদের মধ্যে রোজিনা বেগম, বেল্লাল, রাশেদ ও খোরশেদকে তিন বছর করে এবং এরশাদ ও শহর আলীকে এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজীর আলী। আসামি পক্ষে ছিলেন শেখ ফরিদ আহমেদ ও মাসুদ আবেদীন।