রাজবাড়ীতে নবাগত সাংসদ সালমা চৌধুরীর সংবর্ধনা

- প্রকাশের সময় : 08:31:48 pm, Saturday, 24 August 2019
- / 1326 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসন ৩৪ এর নবাগত সংসদ সদস্য সালমা চৌধুরী রুমাকে সংবর্ধনা দিয়েছে। শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার করের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, আব্দুর রশিদ মন্ডল প্রমুখ। সংবর্ধনা শেষে কলেজ প্রাঙ্গণে তিনি কয়েকটি গাছের চারা রোপণ করেন।
সাংসদ সালমা চৌধুরী রুমা আদর্শ মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী। তিনি রাজবাড়ী-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য প্রয়াত আব্দুল ওয়াজেদ চৌধুরীর মেয়ে। ফরিদপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুশেমা ইমামের মৃত্যুতে আসনটি শূন্য হলে আওয়ামী লীগের পক্ষ থেকে সালমা চৌধুরী রুমাকে মনোনয়ন দেয়া হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
এর আগে অপর একটি অনুষ্ঠানে দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা উপ কমিটির সদস্য নুরে আলম সিদ্দিকী হক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।