Dhaka ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় পশুবাহি ট্রাকসহ গাড়ির দীর্ঘ সারি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
  • / ১৫৫৫ জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ কোরবানীর ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের ২১ জেলা হতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানগামী পশুবাহি ট্রাক দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পারাপার শুরু হয়েছে। এ সকল ট্রাক ও যাত্রিবাহী যানবাহনের বাড়তি চাপে দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। তবে সুষ্ঠু ব্যবস্থাপনায় ঘাট এলাকায় অন্যান্য বছরের তুলনায় দুর্ভোগ অনেকটাই কম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
দৌলতদিয়া ঘাটে দালাল চক্রের বিরুদ্ধে থানা পুলিশ ও প্রশাসনের কঠোর নজরদারী চলছে। মঙ্গলবার ভোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ দালালকে আটক করে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলো দৌলতদিয়া ঘাট এলাকার হাসান সরদার (২২), ফারুক মোল্লা (২৫), শাকিল শেখ (১৯)।
জানা যায়, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া ঘাট এলাকায় ঈদুল আযহা উপলক্ষে যাত্রী দূর্ভোগ কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে এই ঘাট দিয়ে অবৈধভাবে সিরিয়ালের তোয়াক্কা না করে চলা এসি বাসসহ অন্যান্য যানবাহনের ভিআইপি সুবিধা বাতিল, ঘাট এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। তবে গরু, কাঁচামালবাহি ট্রাক ও যাত্রীবাহি বাসকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এসি বাসে চলাচলকারী কথিত ভিআইপিদের জন্য স্পেশাল কোন ব্যবস্থা না করে অন্যান্য পরিবহনের মত সিরিয়ালে পারাপার করা হচ্ছে।
এদিকে দালাল চক্রের দৌরাত্ম বন্ধ করতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে পরিবহন সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত ফেরির ভাড়া জানিয়ে অতিরিক্ত কোন টাকা দিতে নিষেধ করা হচ্ছে। কেউ অতিরিক্ত টাকা দাবি করলে ৯৯৯ এ অথবা স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
মঙ্গলবার সরেজমিন দেখা যায়, সকাল থেকেই ঘাটে যানবাহনের চাপ শুরু হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে প্রচুর গরুবাহী ট্রাক আসতে থাকায় যানবাহনের সারি মহাসড়কের প্রায় ৩ কিমি বিস্তৃত ছিল। গরুর গাড়ীগুলোকে অগ্রাধিকার দিয়ে পার করতে ফোরলেন সড়কের পশ্চিম লেনের একটি সারি ফাঁকা রাখা হয়েছে। এখান দিয়ে যাত্রীবাহী বাস, কাঁচামালবাহী ট্রাক ও অন্যান্য জরুরী যানবাহন পার করা হচ্ছে। এসি বাসগুলোকেও এ লাইন দিয়ে সিরিয়ালে ঘাটের উদ্দেশ্যে যেতে দেখা যায়। এতদিন এসি বাসগুলোগুলোকে ভিআইপি মর্যাদা দিয়ে সরাসরি ফেরিতে ওঠার সুযোগ করে দেয়া হতো।
চুয়াডাঙ্গা থেকে ট্রাকে করে গুরু নিয়ে আসা আব্দুস সালাম জানান, ১৭টি গরু নিয়ে তারা ঘন্টা খানেক আগে দৌলতদিয়া ফেরি ঘাটের অন্তত ৩ কিলোমিটার দুরে মহাসড়কে সিরিয়ালে আটকা পড়েছেন। তবে এ এক ঘন্টায় তারা অনেকটাই ফেরি ঘাটের কাছে চলে এসেছেন। কিছুক্ষনের মধ্যেই হয়ত ফেরি নাগাল পাব। তীব্র গরমে গরুগুলো অসুস্থ্য হয়ে পড়ছে। তাই হাত পাখা দিয়ে বাতাস দিয়ে গরুগুলোকে সুস্থ্য রাখার চেষ্টা করছি। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কম সময় সিরিয়ালে থাকতে হচ্ছে বলে তিনি জানান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, কোন যানবাহন থেকে কেউ যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে সে জন্য গুরুত্বপূর্ণ স্থানে ফেরির টিকিটের মূল্য তালিকা টাঙিয়ে দেয়া হয়েছে। এছাড়া এ ব্যাপারে পরিবহন সংশ্লিষ্টদের সচেতন করতে এবারই প্রথম মাইকিং করা হচ্ছে।
বিআইডব্লিটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রণি জানান, সাধারন যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি কুরবানীর পশুবাহী ট্রাক আসতে শুরু করায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। রুটে ১৭টি ফেরি চলাচল করছে। এছাড়া আগামী শুক্রবারের মধ্যে রো রো ফেরি শাহ মখদুম ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মেরামত শেষে বহরে যোগ দেয়ার কথা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় পশুবাহি ট্রাকসহ গাড়ির দীর্ঘ সারি

প্রকাশের সময় : ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯


জনতার আদালত অনলাইন ॥ কোরবানীর ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের ২১ জেলা হতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানগামী পশুবাহি ট্রাক দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পারাপার শুরু হয়েছে। এ সকল ট্রাক ও যাত্রিবাহী যানবাহনের বাড়তি চাপে দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। তবে সুষ্ঠু ব্যবস্থাপনায় ঘাট এলাকায় অন্যান্য বছরের তুলনায় দুর্ভোগ অনেকটাই কম বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
দৌলতদিয়া ঘাটে দালাল চক্রের বিরুদ্ধে থানা পুলিশ ও প্রশাসনের কঠোর নজরদারী চলছে। মঙ্গলবার ভোরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ দালালকে আটক করে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলো দৌলতদিয়া ঘাট এলাকার হাসান সরদার (২২), ফারুক মোল্লা (২৫), শাকিল শেখ (১৯)।
জানা যায়, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া ঘাট এলাকায় ঈদুল আযহা উপলক্ষে যাত্রী দূর্ভোগ কমাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে এই ঘাট দিয়ে অবৈধভাবে সিরিয়ালের তোয়াক্কা না করে চলা এসি বাসসহ অন্যান্য যানবাহনের ভিআইপি সুবিধা বাতিল, ঘাট এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। তবে গরু, কাঁচামালবাহি ট্রাক ও যাত্রীবাহি বাসকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এসি বাসে চলাচলকারী কথিত ভিআইপিদের জন্য স্পেশাল কোন ব্যবস্থা না করে অন্যান্য পরিবহনের মত সিরিয়ালে পারাপার করা হচ্ছে।
এদিকে দালাল চক্রের দৌরাত্ম বন্ধ করতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে পরিবহন সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত ফেরির ভাড়া জানিয়ে অতিরিক্ত কোন টাকা দিতে নিষেধ করা হচ্ছে। কেউ অতিরিক্ত টাকা দাবি করলে ৯৯৯ এ অথবা স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
মঙ্গলবার সরেজমিন দেখা যায়, সকাল থেকেই ঘাটে যানবাহনের চাপ শুরু হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে প্রচুর গরুবাহী ট্রাক আসতে থাকায় যানবাহনের সারি মহাসড়কের প্রায় ৩ কিমি বিস্তৃত ছিল। গরুর গাড়ীগুলোকে অগ্রাধিকার দিয়ে পার করতে ফোরলেন সড়কের পশ্চিম লেনের একটি সারি ফাঁকা রাখা হয়েছে। এখান দিয়ে যাত্রীবাহী বাস, কাঁচামালবাহী ট্রাক ও অন্যান্য জরুরী যানবাহন পার করা হচ্ছে। এসি বাসগুলোকেও এ লাইন দিয়ে সিরিয়ালে ঘাটের উদ্দেশ্যে যেতে দেখা যায়। এতদিন এসি বাসগুলোগুলোকে ভিআইপি মর্যাদা দিয়ে সরাসরি ফেরিতে ওঠার সুযোগ করে দেয়া হতো।
চুয়াডাঙ্গা থেকে ট্রাকে করে গুরু নিয়ে আসা আব্দুস সালাম জানান, ১৭টি গরু নিয়ে তারা ঘন্টা খানেক আগে দৌলতদিয়া ফেরি ঘাটের অন্তত ৩ কিলোমিটার দুরে মহাসড়কে সিরিয়ালে আটকা পড়েছেন। তবে এ এক ঘন্টায় তারা অনেকটাই ফেরি ঘাটের কাছে চলে এসেছেন। কিছুক্ষনের মধ্যেই হয়ত ফেরি নাগাল পাব। তীব্র গরমে গরুগুলো অসুস্থ্য হয়ে পড়ছে। তাই হাত পাখা দিয়ে বাতাস দিয়ে গরুগুলোকে সুস্থ্য রাখার চেষ্টা করছি। তবে অন্যান্য বছরের তুলনায় এবার কম সময় সিরিয়ালে থাকতে হচ্ছে বলে তিনি জানান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, কোন যানবাহন থেকে কেউ যেন অতিরিক্ত টাকা আদায় করতে না পারে সে জন্য গুরুত্বপূর্ণ স্থানে ফেরির টিকিটের মূল্য তালিকা টাঙিয়ে দেয়া হয়েছে। এছাড়া এ ব্যাপারে পরিবহন সংশ্লিষ্টদের সচেতন করতে এবারই প্রথম মাইকিং করা হচ্ছে।
বিআইডব্লিটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রণি জানান, সাধারন যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি কুরবানীর পশুবাহী ট্রাক আসতে শুরু করায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। রুটে ১৭টি ফেরি চলাচল করছে। এছাড়া আগামী শুক্রবারের মধ্যে রো রো ফেরি শাহ মখদুম ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মেরামত শেষে বহরে যোগ দেয়ার কথা রয়েছে।