রাজবাড়ীতে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
- / ১৭২৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ‘তথ্যের অধিকার সুশানের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজে তথ্য অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
তথ্য অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত ওরিয়েন্টশনে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল। সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন সনাক সদস্য অধ্যাপক সনাজিদা আক্তার, সাংবাদিক সৌমিত্র শীল, টিআইবির এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত প্রমুখ।
কলেজের দেড় শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে তথ্য অধিকার বিষয়ে সম্যক ধারণা ও তথ্য অধিকার ফরম পূরণে সহযোগিতা করা হয়।
Tag :