বালিয়াকান্দিতে আবাসন প্রকল্পের বাসিন্দাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

- প্রকাশের সময় : 09:31:39 pm, Saturday, 27 July 2019
- / 1606 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর আবাসন প্রকল্পের বিভিন্ন সমস্যা নিয়ে শনিবার বিকালে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
উপজেলা নির্বাহী অফিসার বেগম ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহ্ মোঃ সজিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন বেগম, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী প্রমুখ। এসময় জেলা প্রশাসক আবাসন প্রকল্পে বসবাসরত ১৫টি পরিবারের নানা সমস্যার কথা শোনেন। তিনি আবাসনের বিদ্যুতের ব্যবস্থা ও গোসলের জন্য চন্দনা নদীতে ঘাটলা নির্মাণের আশ্বাস দেন। জেলা প্রশাসকের এ আশ্বাসে স্তস্থি ফিরেছে ১৫টি পরিবারের মধ্যে।