রাজবাড়ীতে পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন মিজানুর রহমান

- প্রকাশের সময় : 09:10:37 pm, Thursday, 18 July 2019
- / 1557 জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর নতুন পুলিশ সুপার হিসেবে বুধবার রাতে যোগদান করেছেন মিজানুর রহমান। তিনি আসমা সিদ্দিকা মিলির স্থলাভিষিক্ত হলেন।
২১ তম বিসিএস পাশ করে ২০০৩ সালের ৩১ মে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন গাজীপুর ও মানিকগঞ্জ জেলায়। ২০১৫ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে তিনি বান্দরবন জেলায় যোগদান করেন। সর্বশেষ তিনি রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১৩ জুলাই তাকে রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়।
জামালপুর জেলার ম্যালেঙ্গা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান দুই ছেলে সন্তানের জনক।
পুলিশ সুপার মিজানুর রহমান রাজবাড়ীতে যোগ দিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।
রাজবাড়ীতে তাকে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম। এসময় অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।