রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪
- প্রকাশের সময় : ০৯:২৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
- / ৩২৪৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ডাকাতির প্রস্তুতিকালে রাজবাড়ী পৌর এলাকার সজ্জনকান্দা গ্রামে ডা. আবুল হোসেন কলেজের সামনে বাগান থেকে শনিবার দিবাগত রাতে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র এবং একটি হাইড্রোলিক কাটার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘুলগলিয়া গ্রামের মালেক মোল্লার ছেলে সোহেল মোল্লা, একই গ্রামের আবুল কালামের ছেলে নুর আলম, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের জাহাঙ্গীর হোসেনের ছেলে জিকরুল হাসান নাহিদ এবং রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের সাহাবুদ্দিন মোল্লার ছেলে সাজ্জাদ শেখ।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, আবুল হোসেন কলেজ সংলভগ্ন বাগানে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখানে আট দশজন অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। ঘটনাস্থল থেকে তিনজনকে এবং ধাওয়া করে একজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি ধারালো দেশিয় অস্ত্র এবং একটি হাইড্রোলিক কাটার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সোহেলের বিরুদ্ধে তিনটি খুনসহ পাঁচটি মামলা রয়েছে। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে।