Dhaka ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে স্কুলছাত্রীকে মারধর ॥ বখাটে গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • / ১৪৬১ জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ স্কুল থেকে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে মারধর করে মোটরসাইকেলে উঠিয়ে নেয়ার চেষ্টা করে টোকন ব্যাপারী নামে এক বখাটে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বখাটে টোকন একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারাদী গ্রামের আনসার ব্যাপারীর ছেলে।
বালিয়াকান্দি থানা ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে স্কুল ছুটি হওয়ার পর ওই ছাত্রী ভ্যানযোগে বাড়ি ফিরছিল। মাঝপথে যাওয়ার পর টোকন মোটরসাইকেলে করে চলন্ত ভ্যানের গতিরোধ করে। ছাত্রীকে টেনে ভ্যান থেকে নামিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে ওঠানোর চেষ্টা করে। ওই ছাত্রী মোটরসাইকেলে উঠতে না চাওয়ায় তাকে মারধর করে। এসময় ছাত্রীর আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটে টোকন পালিয়ে যায়। পরে বহরপুর বাজার এলাকা থেকে স্থানীয় লোকজন টোকনকে আটক করে পুলিশে দেয়।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, এব্যাপারে সংশ্লিষ্ট বহরপুর স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ বাদী হয়ে বুধবার রাতে মামলা করেছেন। বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে ওই ছাত্রী ২২ ধারায় জবানবন্দী দিয়েছে। বখাটে টোকনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে স্কুলছাত্রীকে মারধর ॥ বখাটে গ্রেফতার

প্রকাশের সময় : ০৬:০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯


জনতার আদালত অনলাইন ॥ স্কুল থেকে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে মারধর করে মোটরসাইকেলে উঠিয়ে নেয়ার চেষ্টা করে টোকন ব্যাপারী নামে এক বখাটে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। বখাটে টোকন একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারাদী গ্রামের আনসার ব্যাপারীর ছেলে।
বালিয়াকান্দি থানা ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে স্কুল ছুটি হওয়ার পর ওই ছাত্রী ভ্যানযোগে বাড়ি ফিরছিল। মাঝপথে যাওয়ার পর টোকন মোটরসাইকেলে করে চলন্ত ভ্যানের গতিরোধ করে। ছাত্রীকে টেনে ভ্যান থেকে নামিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে ওঠানোর চেষ্টা করে। ওই ছাত্রী মোটরসাইকেলে উঠতে না চাওয়ায় তাকে মারধর করে। এসময় ছাত্রীর আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটে টোকন পালিয়ে যায়। পরে বহরপুর বাজার এলাকা থেকে স্থানীয় লোকজন টোকনকে আটক করে পুলিশে দেয়।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, এব্যাপারে সংশ্লিষ্ট বহরপুর স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ বাদী হয়ে বুধবার রাতে মামলা করেছেন। বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে ওই ছাত্রী ২২ ধারায় জবানবন্দী দিয়েছে। বখাটে টোকনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।