রাজবাড়ীতে ভূমি বিষয়ক সাধারণ জ্ঞান ও সচেতনতা কর্মশালা
- প্রকাশের সময় : ০৯:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০১৯
- / ১৩৮১ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীতে তিন দিন ব্যাপী ভূমি বিষয়ক সাধারণ জ্ঞান ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা বুধবার উদ্বোধন হয়েছে।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার সহযোগিতায় ও রাজবাড়ী সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান, রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহনাজ প্রমুখ।
কর্মশালায় ইউনিয়ন ভূমি সহকারী, ভূমি কর্মকর্তাদের ভূমি ব্যবস্থাপনা, নাম জারী, জমি বন্দোবস্ত, ভূমি উন্নয়ন কর, ভূমি জরিপসহ রেজিস্টার ও ভূমিসেবার আধুনিকায়তনের উপর প্রশিক্ষণ দেয়া হবে।