Dhaka ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চলে গেলেন ‘বঙ্গবন্ধুর সাইকেল’ সংরক্ষণকারী বালিয়াকান্দির ওয়াজেদ আলী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯
  • / ১৩১৮ জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ দীর্ঘ ৬২ বছর সাইকেলটি সযতেœ রেখে দিয়েছিলেন ওয়াজেদ আলী। তার স্বপ্ন ছিল সাইকেলটিকে জাদুঘরে দেয়ার। সে স্বপ্ন পূরণ হয় ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে ওই সাইকেল চালিয়ে রাজবাড়ীতে প্রচারণা চালিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধুর পরম ভক্ত ওয়াজেদ আলী মন্ডল আর নেই। শুক্রবার রাত ১২টার দিকে তার নিজ বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুরে মধুপুর গ্রামে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনে দলীয় প্রার্থী রাজবাড়ীর আব্দুল ওয়াজেদ চৌধুরী ও পাংশার আব্দুর রহমানের প্রচারের কাজে রাজবাড়ী এসে বেশ কয়েক দিন অবস্থান করেন বঙ্গবন্ধু। তার নেতা কর্মীদেরকে নিয়ে বাইসাইকেল বহরে প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের কাছে গিয়ে নৌকা প্রতীকে প্রচার চালান। এসময় একদিন রাজবাড়ীর বেলগাছী এলাকায় গিয়ে বঙ্গবন্ধুর সাইকেলটি নষ্ট হয়ে যায়। ওয়াজেদ আলী মন্ডল ঐ দিন মামা বাড়ি মোনাক্কা মিয়ার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বঙ্গবন্ধু ঐ সাইকেলটি দেখে তা ব্যবহারের জন্য চাইলে যুবক ওয়াজেদ সানন্দে রাজী হয়ে যায়। নির্বাচনী কাজ শেষে ওয়াজেদ মন্ডলের সাইকেলটি তাকে ফিরিয়ে দিয়ে নিজের সাইকেলটি নিয়ে যান।
এরপর আর কোনোদিন ওই সাইকেলটি চালাননি ওয়াজেদ আলী। পরম যতেœ রেখে দিয়েছিলেন। দীর্ঘ ছয় দশক আগলে রাখার পর বহু চেষ্টা করে সাইকেলটি তিনি জাদুঘরে দিতে সক্ষম হয়েছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চলে গেলেন ‘বঙ্গবন্ধুর সাইকেল’ সংরক্ষণকারী বালিয়াকান্দির ওয়াজেদ আলী

প্রকাশের সময় : ০৯:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯


জনতার আদালত অনলাইন ॥ দীর্ঘ ৬২ বছর সাইকেলটি সযতেœ রেখে দিয়েছিলেন ওয়াজেদ আলী। তার স্বপ্ন ছিল সাইকেলটিকে জাদুঘরে দেয়ার। সে স্বপ্ন পূরণ হয় ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে ওই সাইকেল চালিয়ে রাজবাড়ীতে প্রচারণা চালিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধুর পরম ভক্ত ওয়াজেদ আলী মন্ডল আর নেই। শুক্রবার রাত ১২টার দিকে তার নিজ বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুরে মধুপুর গ্রামে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনে দলীয় প্রার্থী রাজবাড়ীর আব্দুল ওয়াজেদ চৌধুরী ও পাংশার আব্দুর রহমানের প্রচারের কাজে রাজবাড়ী এসে বেশ কয়েক দিন অবস্থান করেন বঙ্গবন্ধু। তার নেতা কর্মীদেরকে নিয়ে বাইসাইকেল বহরে প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের কাছে গিয়ে নৌকা প্রতীকে প্রচার চালান। এসময় একদিন রাজবাড়ীর বেলগাছী এলাকায় গিয়ে বঙ্গবন্ধুর সাইকেলটি নষ্ট হয়ে যায়। ওয়াজেদ আলী মন্ডল ঐ দিন মামা বাড়ি মোনাক্কা মিয়ার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বঙ্গবন্ধু ঐ সাইকেলটি দেখে তা ব্যবহারের জন্য চাইলে যুবক ওয়াজেদ সানন্দে রাজী হয়ে যায়। নির্বাচনী কাজ শেষে ওয়াজেদ মন্ডলের সাইকেলটি তাকে ফিরিয়ে দিয়ে নিজের সাইকেলটি নিয়ে যান।
এরপর আর কোনোদিন ওই সাইকেলটি চালাননি ওয়াজেদ আলী। পরম যতেœ রেখে দিয়েছিলেন। দীর্ঘ ছয় দশক আগলে রাখার পর বহু চেষ্টা করে সাইকেলটি তিনি জাদুঘরে দিতে সক্ষম হয়েছিলেন।