Dhaka 10:51 pm, Monday, 20 March 2023

জেলা প্রশাসকের ট্রেজারী শাখা পরিদর্শন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : 09:21:41 pm, Sunday, 30 June 2019
  • / 1391 জন সংবাদটি পড়েছেন


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম রোববার সকালে ডিসি অফিসের ট্রেজারি শাখা পরিদর্শন করেছেন । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুছাইন (উপসচিব), ডিডিএলজি মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহনাজ, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন খান এবং ট্রেজারি শাখার ট্রেজারি একাউন্টেন্ট মোঃ আমিন উদ্দিনসহ অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর আগে ট্রেজারি গার্ডের একদল চৌকষ পুলিশ সদস্য জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে জেলা প্রশাসক কর্মকর্তাদের নিয়ে ট্রেজারি শাখায় প্রবেশ করলে ট্রেজারি অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মোঃ রফিকুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
ট্রেজারি শাখা পরিদর্শনকালে ট্রেজারি শাখার ডাবল লক, সিংগেল লক কক্ষ ঘুরে দেখেন এবং অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ নিরাপত্তা ব্যবস্থার সার্বিক অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেন। ট্রেজারি শাখায় রক্ষিত ননজুডিশিয়াল স্ট্যাম্প,এডহেসিভ কোর্ট ফি, ইমপ্রেসড কোর্ট ফি, ফলিও, পাবলিক পোস্টেজ স্ট্যাম্প, সার্ভিস পোস্টেজ স্ট্যাম্প, রাজস্ব স্ট্যাম্প, জলছাপযুক্ত সাদা দলিলি কাগজ (ডেমি পেপার),বিশেষ আঠালো স্ট্যাম্প এবং স্ট্রং রুমে রক্ষিত মালামাল সঠিক আছে কি না তা দীর্ঘ সময় ধরে হাতে-কলমে পরীক্ষা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জেলা প্রশাসকের ট্রেজারী শাখা পরিদর্শন

প্রকাশের সময় : 09:21:41 pm, Sunday, 30 June 2019


জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম রোববার সকালে ডিসি অফিসের ট্রেজারি শাখা পরিদর্শন করেছেন । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুছাইন (উপসচিব), ডিডিএলজি মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা শাহনাজ, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন খান এবং ট্রেজারি শাখার ট্রেজারি একাউন্টেন্ট মোঃ আমিন উদ্দিনসহ অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর আগে ট্রেজারি গার্ডের একদল চৌকষ পুলিশ সদস্য জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে জেলা প্রশাসক কর্মকর্তাদের নিয়ে ট্রেজারি শাখায় প্রবেশ করলে ট্রেজারি অফিসারের দায়িত্বে থাকা সহকারী কমিশনার মোঃ রফিকুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
ট্রেজারি শাখা পরিদর্শনকালে ট্রেজারি শাখার ডাবল লক, সিংগেল লক কক্ষ ঘুরে দেখেন এবং অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ নিরাপত্তা ব্যবস্থার সার্বিক অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেন। ট্রেজারি শাখায় রক্ষিত ননজুডিশিয়াল স্ট্যাম্প,এডহেসিভ কোর্ট ফি, ইমপ্রেসড কোর্ট ফি, ফলিও, পাবলিক পোস্টেজ স্ট্যাম্প, সার্ভিস পোস্টেজ স্ট্যাম্প, রাজস্ব স্ট্যাম্প, জলছাপযুক্ত সাদা দলিলি কাগজ (ডেমি পেপার),বিশেষ আঠালো স্ট্যাম্প এবং স্ট্রং রুমে রক্ষিত মালামাল সঠিক আছে কি না তা দীর্ঘ সময় ধরে হাতে-কলমে পরীক্ষা করেন।