কালুখালী উপজেলা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে ২ ওসি প্রত্যাহার

- প্রকাশের সময় : 08:56:44 pm, Friday, 14 June 2019
- / 1419 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাচনে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগে কালুখালী থানার ওসি ফরহাদ হোসেন ও রাজবাড়ী ডিবি ওসি বিএম কামাল হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা ও কালুখালী উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ওই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে সমপদের দুই কর্মককর্তাকে ওই স্থানে পদায়নের জন্য নির্বাচন কমিশন পুলিশ হেড কোয়ার্টার্সে চিঠি দিয়েছে। ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কালুখালী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি একজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন কমিশন বরাবর পক্ষপাতমূলক আচরণের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে চিঠির একটি অনুলিপি তিনি হাতে পেয়েছেন।
এদিকে এ চিঠির প্রেক্ষিতে দুই পুলিশ কর্মকর্তাকে রাজবাড়ী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।