আলীপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেটে জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ

- প্রকাশের সময় : 07:53:54 pm, Wednesday, 29 May 2019
- / 1689 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের উন্মক্ত বাজেট সভা বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জনগণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামা খান। রাজবাড়ী সচেতন নাগরিক কমিটি ও আলীপুর ইউনিয়ন পরিষদ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইউপি চেয়ারম্যান শওকত হাসানের সভাপতিত্বে বক্তৃতা করেন সচেতন নাগরিক কমিটির সদস্য খোকন মাহমুদ, জেলা পরিষদের সদস্য নাজমুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আগামী ২০১৯Ñ২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান শওকত হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবির এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির সদস্য মুহাম্মদ সাইফুল্লাহ, সৌমিত্র শীল চন্দন, আলীপুর ইউপি সচিব আব্দুল আলিম, ইয়েস সদস্যবৃন্দ।