অ্যড. পলাশকে হত্যা ও সাংবাদিক প্রবীর সিকদারের বাড়িতে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯
- / ১৫৯৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ অ্যড. পলাশ রায়কে কারাভ্যন্তরে হত্যা, সাংবাদিক প্রবীর সিকদারের বাড়িতে হামলা, সুলতানা কামাল, শাহরিয়ার কবির এবং মুনতাসির মামুনকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযাদ্ধা স্মৃতি চত্ত্বরে মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে ডা. পারিজাত পালের সভাপতিত্বে বক্তৃতা করেন স্বপন কুমার দাস, খান মো. জহুরুল হক, জয়দেব কর্মকার প্রমুখ।
বক্তারা এসব ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Tag :