গোয়ালন্দে ৫ ছিনতাইকারীর কারাদন্ড
- প্রকাশের সময় : ০৮:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯
- / ১৩৯৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাস টার্মিনাল থেকে গ্রেফতার হওয়া ৩ ছিনতাইকারীকে ভ্রাম্যামাণ আদালত ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে রাজবাড়ী জেলা কারাগারে পাঠিয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলো গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়ার হোসেন মন্ডলের পাড়ার ইসলাম প্রামাণিকের ছেলে জীবন প্রামানিক (২৮), একই এলাকার মোঃ কাসেম সরদারের ছেলে রমজান সরদার (২৫), একই ইউনিয়নের ইমান খাঁর পাড়ার মোঃ কাসেম আলীর ছেলে মোঃ ইলিয়াছ খান (২৩), জলিল সরদার পাড়ার ইউনুছ সরদারের ছেলে মোঃ রেজাউল খান (১৮), সাহাজদ্দিন বেপারী পাড়ার আঃ জলিল মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৫)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফি জানান, সাজাপ্রাপ্ত আসামীরা শুক্রবার ভোর ৪ টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালে কুষ্টিয়া লোকাল বাস কাউন্টারের পাশে যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাই করার চেষ্টা করছিল। এ সময় সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এএসআই তমাল শেখ ও রাজবাড়ী ডিবি পুলিশের এএসআই জামিল হোসেন সংগীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাদের হাতেনাতে আটক করেন। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ রুবায়েত হায়াত শিপলু তাদের প্রত্যককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠিয়ে দেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ রুবায়েত হায়াত শিপলু জানান, দন্ডবিধি ১৮৬০ সালের ৩৫৬ ধারায় গ্রেফতার হওয়া ছিনতাইকারীদের প্রত্যেককে ৬ বিনাশ্রম কারাদন্ড দিয়ে রাজবাড়ী জেলা কারগারে পাঠানো হয়েছে।