উপজেলা পরিষদ নির্বাচন পাংশায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

- প্রকাশের সময় : ০৯:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
- / 654
স্টাফ রিপোর্টার ॥ পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি দুই চেয়ারম্যান প্রার্থী পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে নির্বাচনী পরিবেশ অশান্ত করার অভিযোগ করেছেন একে অপরের বিরুদ্ধে। পাংশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল মোর্শেদ আরজ এবং স্বতন্ত্র প্রাথী হিসেবে নির্বাচন করছেন পাংশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বর্তমান চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ।
ফরিদ হাসান ওদুদ তার নির্বাচনী কার্যালয় ভাংচুর, কর্মী সমর্থকদের ভয় ভীতি হুমকির প্রতিবাদে ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে পাংশা শহরের দরগাতলায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন। সেখানে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত সোমবার রাতে পাংশা প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা মৌরাট ইউনিয়নের মহিষভাঙ্গা বাজারে আমার নির্বাচনী অফিসে গিয়ে কর্মী সমর্থকদের অফিস বন্ধ ও প্রাণনাশের হুমকি দিয়েছে। একই রাতে সরিষা ইউনিয়নের দত্তের হাট মোড়ে আমার নির্বাচনী অফিস ভাংচুর করেছে ও বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অশালীন বক্তব্য দিয়ে চলেছেন। আচরণ বিধি লঙ্ঘন করছেন। এতে করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে। তিনি হামলাকারীদের গ্রেফতার ও নির্বাচন সুষ্ঠু করার দাবি জানান।
অপরদিকে বুধবার দুপুরে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করে নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল মোর্শেদ আরজ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, এসব বানোয়াট ও বিভ্রান্তিকর। ফরিদ হাসান ওদুদ নিজেরাই তার নির্বাচনী অফিস ভেঙে আমাদের ওপর মিথ্যা দোষ চাপাচ্ছে। প্রার্থী ওদুদসহ তার ভাইদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের বহু অভিযোগ রয়েছে। মিথ্যা অভিযোগ করে তারা নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে চায়। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে তার কোনোটিই সত্যি নয়।
এসময় পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা একেএম শফিউদ্দিন আহমেদ, পৌর কাউন্সিলর অতুর সরদার প্রমুখ উপস্থিত ছিেেলন।